Hand Washing Message


Download Audio

Source/Reference :- Oxfam India

Date : 02/11/2021


নমস্কার বন্ধুরা | অধিকার বাণীর মাধ্যমে, অক্সফাম ইন্ডিয়া এই বার্তা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে | বন্ধুরা, হাত ধোয়া কেন গুরুত্বপূর্ণ, সেটা বোঝা খুবই সহজ | হাতের মাধ্যমে আমাদের শরীর ময়লা এবং বিভিন্ন জীবাণুর সংস্পর্শে আসে | সঠিক ভাবে হাত না ধুলে, এই জীবাণুগুলো খুব সহজেই আরও ক্ষতিকারক হয়ে উঠতে পারে এবং ভাইরাস সংক্রমণের কারণ হতে পারে - যেরকম করোনা ভাইরাস | আসুন, জেনে নিই, হাত না ধোয়া, বিশ্বজুড়ে শিশুদের কি ভাবে প্রভাবিত করে – প্রতি বছর, ৫ বছরের কমবয়সী প্রায় ১৮ লক্ষ শিশু ডায়েরিয়া এবং নিউমোনিয়ার শিকার হয়ে | সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়া, ৩ জনের মধ্যে ১ জনের জীবন বাঁচাতে পারে |

সারা বিশ্বের মানুষ, জল দিয়ে হাথ ধুলেও, খুব কম সংখ্যক মানুষ সাবান ব্যবহার করে |

তাই, ভালো করে সাবান দিয়ে হাত ধুন এবং রোগ এড়িয়ে চলুন |


 Share